রাঙ্গাবালীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ড্রেজারের দায়িত্বরত ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা চর সংলগ্ন রাবনাবাদ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, এ অভিযানে এমভি এআর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-১, এমভি সূর্য কিরণ-৬ ও এমভি সূর্য কিরণ-৭ নামক লোড ড্রেজারের ম্যানেজারকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায় স্বীকার করায় তিন ড্রেজারের দায়িত্বরত ম্যানেজার মামুন মৃধাকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এ জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন