কলেজ প্রতিষ্ঠার ৩৬ বছর পর ঈশ্বরদী মহিলা কলেজে ছাত্রদলের কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৪
অ- অ+

উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নেতা নির্বাচন করছে‌ ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদল। কলেজ প্রতিষ্ঠার ৩৬ বছর পর এ কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হলো।

গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনে অংশ নিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী মিলে সর্বমোট ৯৬ জন।

বুধবার সকাল ১০ টার থেকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয় নারী শিক্ষার্থীদের জন্য বুথ।

সকাল সাড়ে ১০ টার দিকে কলেজে উপস্থিত পাবনা-কুষ্টিয়া-মেহেরপুরের টিম লিডার কেন্দ্রীয় সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি রেহানা আক্তার শিরিন, যুগ্ম সম্পাদক নাসরিন রহমান পপি, সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।

নেতা নির্বাচনের এই প্রক্রিয়া সম্পর্কে ডা. আউয়াল বলেন, 'গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য ফরম পূরণকারীদের মধ্য থেকেই ভোটার করা হয়েছে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে। বৈষম্যবিরোধী ও গুপ্ত সংগঠনের ভাইদেরকে আহ্বান জানাচ্ছি ঈশ্বরদী মহিলা কলেজের এই ঐতিহাসিক কাউন্সিল অবলোকন করার জন্য।"

সভাপতি পদপ্রার্থী মাইশা খাতুন বলেন, দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ভোটে যদি জয়ী হই, তাহলে তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। ভোটের আবহ খুবই সুন্দর লাগছে। নেতা নির্বাচনে এখান থেকে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শিক্ষা নিতে পারবেন। আমি যদি হেরেও যাই, তবু দলের পক্ষে সব সময় সক্রিয় থাকব।

বিকাল তিনটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সহ সভাপতি ডা. আউয়াল। ৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সুপর্ণা রায় ও ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মরিয়ম খাতুন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুঁই ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন ও দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার-সহ নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা