কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২
অ- অ+

কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এসময় গুলিতে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবক নিহত হন। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘একজন নিহত হয়েছেন এবং পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।’

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা দুপক্ষের সঙ্গে আলোচনা করে জানতে হবে।’

এর আগে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা