যৌথ অভিযান সত্যিকার অর্থে কোনো ফল বয়ে আনতে পারছে না: কাজী মামুন

জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, দেশ এক চরম ক্রান্তিকাল পার করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশব্যাপী হত্যা, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, মব জাস্টিসের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। যৌথ অভিযান সত্যিকার অর্থে কোনো ফল বয়ে আনতে পারছে না।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলে অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে নির্বাচনের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, অনির্বাচিত সরকারের পক্ষে দেশ পরিচালনা যে অসম্ভব তা জনগণ উপলব্ধি করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিমান ঘাঁটিতেও হামলা হচ্ছে। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সংস্কারের নামে কালক্ষেপণ করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন না করা হলে এই অরাজকতা রোধ করা অসম্ভব। রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা এখন দেশবাসী তীব্রভাবে অনুভব করছে। নির্বাচন অনুষ্ঠানই এখন বর্তমান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন বর্তমান সরকার অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/জেবি/এমআর)

মন্তব্য করুন