পল্লবীতে ব্যবসায়ী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯
অ- অ+

২০০৭ সালে রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মনসুর মল্লিকে গুলি করে ও কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ২ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. জহিরুল ইসলাম জহির ও মো. আ. রহিম ওরফে চঞ্চল। তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামি হলেন- মো. আ. করিম, বাবু ওরফে হাতী বাবু, মো. মোফাজ্জল হোসেন ও মো. সফিউদ্দিন আদনান ওরফে তারেক। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১২ মে রাত ১০ টার দিকে ডেইরি ফার্ম ব্যবসায়ী মনসুর মল্লিক তার নিজ খামারে অবস্থান করছিল। তার খামারটি পল্লবী থানাধীন প্যারিস রোডের ডি ব্লকে অবস্থিত। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম (৩১) রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ২০ আগস্ট ছয়জনকে অভিযুক্ত করে রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শক মো. আসলাম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
ডাকসু নির্বাচন ২০২৫: ভোটার ৩৯,৯৩২ জন, রোকেয়া হলে সর্বাধিক
রাশিয়ায় প্রকৃতির তাণ্ডব: ভূমিকম্প ও সুনামির পর জেগে উঠল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা