রমজানে হাইকোর্ট চলবে সাড়ে ১০টা থেকে সোয়া ৩টা

পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচির পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রমজানে মাসজুড়ে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর ররহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে কোর্টের সময়সূচী হবে- রবিবার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ৩.১৫ মিনিট পর্যন্ত, এ সময়ের মাঝে দুপুর ১.১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
একইসঙ্গে অফিস খোলার সময়সূচি হবে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিট দুপুর সাড়ে তিনটা পর্যন্ত। এ সময়ের মাঝে দুপুর ১.১৫ মিনিট থেকে ১.৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
তবে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কোর্ট ও অফিস দুইই বন্ধ থাকবে।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন