মুশফিকের অবসরে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১৭:৪৮
অ- অ+

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে ফেললেন মুশফিকুর রহিম। গতকাল রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর থেকে জাতীয় দলের সাবেক-বর্তমান সতীর্থ, বিসিবি ও বিদেশি তারকারা তাকে শুভকামনা জানাচ্ছেন। ১৯ বছরের ক্যারিয়ার গড়া মুশফিকের কাছ থেকে আগামীতেও বাংলাদেশের পাওয়ার আছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

মুশফিক ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের কথা জানান গতকাল (বুধবার) রাতে। যার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। ওয়ানডেতে বাংলাদেশের অনেক সেরা মুহূর্তের সঙ্গে মুশফিক জড়িত এবং তার কাছ থেকে সবারই শেখার আছে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিসিবি সভাপতি ফারুক।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডেতে মুশফিকের দেওয়া অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। দুই দশকের বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষে ওয়ানডে ক্রিকেটে ইতি টেনেছেন তিনি। মুশফিক বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে যে অসাধারণ নিবেদন, আবেগ এবং পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা বিসিবি স্বীকার করছে। ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে তার অবদান দেশের ক্রিকেটের অগ্রগতিতে রেখেছে অপরিসীম ভূমিকা।’

বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ আরও বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের মনোভাব, দৃঢ়তা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বললেই উজ্জ্বলভাবে উঠে আসবে তার নাম। ১৯ বছর ধরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং ক্যারেক্টারের কথা বলছে। আমি নিশ্চিত, সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই।’

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে। ফর‌ম্যাটটিতে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭৭৯৫) সংগ্রাহকও। এছাড়া স্টাম্পের পেছনে ২৪৩ ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং করেছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মুশফিক সবচেয়ে সফল উইকেটরক্ষকও। ৩৭ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। ১৯ বছরের ক্যারিয়ারে তিনি পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।

(ঢাকাটাইমস/০৬ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার
ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা বিএনপির বিজয় অর্জন: মঈন খান
৫ পদে ১৫৫ জনকে চাকরির সুযোগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে:  স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা