চ্যাম্পিয়ন্স ট্রফি: ফাইনালের আগে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৬:১৯
অ- অ+

পর্দা নামার অপেক্ষায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ও ভারত। দুবাইয়ে আগামী ৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে দুশ্চিন্তায় কিউইরা। ফাইনালে ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত বুধবার সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে যান। ক্যাচটি ভালোভাবে তালুবন্দি করলেও চোটে পড়েন হেনরি। তখন মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।

পুরো ওভার বলও করতে পারেননি হেনরি। ১০ ওভারের কোটার মাত্র সাত ওভার বল করেছিলেন। ৪২ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি।

ম্যাচের পর হেনরির চোট নিয়ে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, 'ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।'

এদিকে হেনরির চোট নিয়ে আজ ইসপিএন ক্রিকইনফোকে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন, এখনো তারা নিশ্চিত নন সে খেলতে পারবে কিনা। তিনি বলেছেন, 'এখনো আমরা কিছু বলতে পারছি না, শঙ্কা আছে।'

(ঢাকাটাইমস/০৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার
ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা বিএনপির বিজয় অর্জন: মঈন খান
৫ পদে ১৫৫ জনকে চাকরির সুযোগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে:  স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা