ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক নারী দিবসকে প্রতিপাদ্য করে নারীদের ওপর হওয়া দমননিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল চলাকালে বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার বলেন, ‘আজ বিশ্ব নারী দিবস উদযাপন করা হচ্ছে অথচ এদেশে কিনা নারীরা অরক্ষিত যেখানে আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করা হচ্ছে এবং ধর্ষকের কোনো শাস্তি হচ্ছে না। রাতে আমরা টিউশন করে ফিরতে গেলে রিকশাওয়ালা আমাদের দেখে টিজ করে, বাসে আমরা হ্যারাস হই, আমরা আসলে কোথাও নিরাপদ না। আমরা চাই নারীরা জেগে উঠুক এবং আমাদের ভাইয়েরা আমাদের সাহায্য করবে যাতে আমরা অনিরাপদ বোধ না করি এবং আমরা চাই ধর্ষকের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস থেকে রাজশাহীকে কখনোই মুছে ফেলা যাবে না। তার সবচেয়ে বড় অবদান আমাদের এই বাঘিনী কন্যাদের। আবারো তারা জেগে উঠেছে এর মাধ্যমে আমরা পূর্বাভাস পাচ্ছি আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবো।’
উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন ও ধর্ষকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন।
(ঢাকা টাইমস/০৯মার্চ/এসএ)

মন্তব্য করুন