মাগুরার সেই শিশুটি চোখের পাতা খুলেছে: উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৮:৪৫
অ- অ+

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা নেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, দু-একদিনের মধ্যে শিশুটির স্বাস্থ্যের আরও কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা।

সোমবার রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপ-প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত শিশুটির স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উদ্দিন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, আজ চিকিৎসকরা প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাফিজ উদ্দিনকে জানিয়েছেন, শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের ভাষায় অসুস্থ্য ‘কমার লেবেল ৩ থেকে ৫’ এ উন্নীত হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর সকালে শিশুটি চোখের পাতা নেড়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শ্বাসরোধের অপচেষ্টার কারণে অক্সিজেন লেভেল কমে মস্তিষ্কে পানি জমেছে। যা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। বুকের মধ্যে যে বাতাস জমে ছিল সেটি অপসারণ করা গেছে। হয়তো দু-একদিনের মধ্যে শিশুটির স্বাস্থ্যের আরও কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা।

উপ-প্রেস সচিব আরও জানান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শিশুটির স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে আজ সকালে সিএমএইচে যান।

গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরা শহরে ঘটনাটি ঘটে। বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মামলার এজাহারে অভিযোগ করেন তার মা। তিনি অভিযোগ করে বলেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুরও জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালায় বলেও অভিযোগ করা হয়।

(ঢাকাটাইমস/১০মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করছেন প্রধান উপদেষ্টা
কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক প্রদান
গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা