ঢাবিতে ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ২৩:৪৭| আপডেট : ১০ মার্চ ২০২৫, ২৩:৫৩
অ- অ+

দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়নমূলক কর্মকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাবিহা ইয়াসমিন রোজি সহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

ড. সাবিহা ইয়াসমিন রোজি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ধর্ষণ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়- এটি একটি সামাজিক রোগ। ধর্ষণ বিভিন্ন সামাজিক ব্যাধির প্রকাশ। এই দেশে, নারীরা এখনো তাদের ঘরের বাইরে বের হতে ভয় পান; সন্ধ্যা নামার সাথে সাথে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। নারীদের এখনো তাদের পোশাক পছন্দ সম্পর্কে প্রশ্নবিদ্ধ করা হয় এবং তাদের স্বাধীনভাবে পোশাক পরার অধিকার এখনও নিশ্চিত করা হয়নি। এই পরিস্থিতিতে আমরা কীভাবে একটি সুস্থ সমাজ আশা করতে পারি?’

তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এসময় ৮ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১০মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড
সালথায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
কুষ্টিয়ার জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গোপালগঞ্জে এনসিপিকে নিরাপত্তা দিয়েছি, পক্ষ নিইনি: সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা