রাঙ্গুনিয়ায় লেবু ব্যবসায়ীর হাত কেটে পৌনে দুই লাখ টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ২০:২০| আপডেট : ১১ মার্চ ২০২৫, ২০:২৩
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ নাছের (৩৫) নামের এক লেবু ব্যবসায়ীর পথরোধ করে তার এক হাত কেটে বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে নগদ এক লাখ টাকা এবং তার গাড়ি চালকের কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বড়খোলাপাড়া মনজারটিলা এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ মার্চ) এই ঘটনার ২৪ ঘণ্টা পরও পুলিশ কাউকে চিহ্নিত করতে পারেনি, এমনকি কাটা হাতটিও উদ্ধার হয়নি। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

নাছের উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড নারিশ্চা চৌকিদার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বড়খোলাপাড়া পাহাড়ি এলাকায় লেবুবাগান রয়েছে এবং স্থানীয় বাজার থেকে লেবু সংগ্রহ করে ট্রাকে করে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন হাটে পাইকারি কেনাবেচা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি সিএনজি অটোরিকশা করে বড়খোলাপাড়া নিজের লেবুবাগানে যাচ্ছিলেন নাছের। যাওয়ার সময় মায়ের কাছ থেকে লেবু কেনার জন্য এক লাখ টাকা নিয়ে যান। পথে বড়খোলাপাড়ার আগে মনজারটিলা এলাকায় ৫-৬ জন মুখোশধারী ব্যক্তি গাড়ি থামিয়ে তাকে নামিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিন রাতে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন নাছের।

এদিন রাতেই অপারেশন করা হয়েছে বলে জানান স্বজনরা। এসময় তার বড় বোন ইসমত আরা জানান, নাছের ৯ বোনের একমাত্র ভাই। ব্যবসা করে জীবন নির্বাহ করেন। এক সপ্তাহ আগে এক ট্রাক লেবু ঢাকার পাইকারি বাজারে পাঠাচ্ছিলেন তিনি। সেখানে ৫ লক্ষাধিক টাকার লেবু ছিল। পথে ড্রাইভারসহ গাড়িটি নিরুদ্দেশ হয়ে যায়। এই ঘটনায় তিনি মামলা করলে পুলিশ জসিম নামে একজনকে ধরে জেল হাজতে পাঠায়। এই ঘটনার জেরে জড়িত সন্ত্রাসীরা নাছেরের ওপর পরিকল্পিত এই হামলা করেছে বলে অভিযোগ করেন স্বজনরা।

চিকিৎসকের বরাত দিয়ে বোন ইসমত আরা আরও বলেন, অপারেশনের পর চিকিৎসক বলেছে তার হাতে তিনটি কোপানোর চিহ্ন রয়েছে। এছাড়া মাথাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত গাছের সাথে লাগিয়ে হাতটা কাটা হয়েছে। ঘটনার পর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যায়। তারা অনেক খুঁজেও কাটা হাতটি উদ্ধার করতে পারেননি।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কাটা হাত উদ্ধার হয়নি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা