লাকীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জবি শিক্ষার্থীরা, গ্রেপ্তারের দাবি

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ১০:১০
অ- অ+

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। একইসঙ্গে তার গ্রেপ্তার ও বিচারের দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে ভাস্কর্য চত্বরে ফিরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সাবেক এই নেত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘১৩ এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান’, ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ল তে লাকী, তুই হাসিনা’, ‘শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর, শাহবাগ নো মোর’, ‘শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘শাহবাগ একটি ঘৃণিত নাম হয়ে থাকবে। পরিকল্পিতভাবে ইস্যু তৈরি করে লাকী আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর প্রথমে তারাই হামলা চালিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাকী আক্তারকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে।’

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা ধ্বংসের ষড়যন্ত্র চলছে। একদল হায়েনাকে লেলিয়ে দেওয়া হয়েছে, যারা পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। প্রশাসনকে জবাব দিতে হবে, ২০১৩ সালের ঘটনায় জড়িত এই কুখ্যাত লাকীসহ অন্যদের কেন গ্রেপ্তার করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘যদি আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, তবে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য সবাই প্রস্তুত রয়েছে। প্রশাসনকে কঠোর হতে হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, ‘২০১৩ সালে লাকী আক্তার ও ইমরান এইচ সরকাররা দেশে অস্থিরতা তৈরি করেছিল। তারা যদি আবারও সেই পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে শিক্ষার্থীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।’

সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদেরকে বাধা দেয়। এসময় গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী আক্তারের নির্দেশে সংগঠনটির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ।

(ঢাকাটাইমস/১২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা