গণপরিবহনে নারীর সুরক্ষায় চালু হলো ‘হেল্প’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৬:১৭
অ- অ+
ছবি: সংগৃহীত।

ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা সুরক্ষার জন্য চালু করা হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম সংক্ষেপে হেল্প অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনো হয়রানির ঘটনায় তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। জানাতে পারবেন অভিযোগ।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের এই যৌথ পরিষেবা অ্যাপটি আজ শনিবার ডেইলি স্টার ভবনে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, পাইলট প্রকল্প হিসেবে শুরুতে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। আর সীমিত আকারে দেশের যেকোনো প্রান্ত থেকে সেবাটি নিতে পারবেন নারীরা।

নারী নিপীড়নের ঘটনায় অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা তা প্রকাশ করতে চান না বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, নতুন চালু হওয়া পরিষেবাটি খুবই সুন্দর উদ্যোগ। এখন থেকে এ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলো এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, একজন নারী ধর্ষণের শিকার হলে তিনি একা নন, পুরো সমাজ-রাষ্ট্রও ধর্ষিত হয়। সে জন্য এই অপরাধ প্রতিরোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভবিষ্যতেও কাজ করবে বিজেসি।

(ঢাকাটাইমস/১৫মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা