আর নয় ভারত, এবার ঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ১৫:১৫
অ- অ+

আর নয় ভারতের দারস্থ হওয়া। এখন থেকে ঢাকা থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলে একথা জানিয়েছেন।

টনি বার্ক জানান, এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেন। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কাছে ঢাকা থেকে সেদেশের ভিসা প্রসেস করার অনুরোধ জানান।

এর আগে ভারতের নয়াদিল্লি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করতো অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/২০মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা