রাজশাহীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৮:৫৫| আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৯:৩৫
অ- অ+

রাজশাহীতে দিনভর ঝরছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। আকাশ মেঘাচ্ছন্ন। ঠান্ডা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন, কালবৈশাখী রাজশাহী অঞ্চল দিয়ে প্রবেশ করছে। এ কারণে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ৬ দশমিক ৮ মিলিমিটার। বিকাল ৩টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগে ১৭ মার্চ রাজশাহীতে বৃষ্টি হয়েছিল। তবে সেই বৃষ্টি রেকর্ড করা যায়নি। সেদিন বৃষ্টির সময়ও তাপমাত্রা কমে গিয়েছিল। তবে পরে রোদ উঠে তাপমাত্রা বেড়ে যায়।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি এসেছে। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। নগরের বিনোদপুর এলাকায় কথা হয় রিকশাচালক সফিকুলের সঙ্গে। তিনি বলেন, আবহাওয়া ঠান্ডা থাকলে ভালো। তবে বৃষ্টি হলে গাড়ি চালাতে সমস্যা হয়। শরীর বৃষ্টিতে ভিজে যায়। তবে রিকশা চালাতে আরাম পাই। শরীর থেকে ঘাম ঝরে না। রোজা রাখতে সমস্যা হয় না।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে। বিকাল ৪টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ৬ দশমিক ৮ মিলিমিটার। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আগামী দু-একদিন এমন বৃষ্টিপাত হতে পারে।

(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য সরকারের: ড. খলিলুর রহমান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান  
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা