ঈদে লক্কর-ঝক্কর গাড়ি চলাচল রোধে ট্রাফিক বিভাগ ও বিআরটিএর যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ২২:২৮| আপডেট : ২২ মার্চ ২০২৫, ২২:৩৫
অ- অ+

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে সড়কে লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগ ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।

শনিবার ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ওই এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে সতর্ক করে দেওয়া হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে সে জন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিআরটিএর ম্যাজিস্ট্রেট, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর জোন ও ট্রাফিক-মিরপুর বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন ট্রাফিক-মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি টিমও অভিযানে অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়াল থাইল্যান্ড 
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক
নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব, শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা