আদাবরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ০৮:৫৬| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:০৯
অ- অ+

রাজধানীর আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

অভিযুক্তের নাম মাইনুদ্দিন। শনিবার তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।

তিনি জানান, ‘আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাইনুদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।’

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আসামি মাইনুদ্দিন আমাদের একই এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ বিকাল ৪টার দিকে আমার পাঁচ বছরের মেয়েকে ফুঁসলিয়ে সে তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে আসামি মাইনুদ্দিন ছেড়ে দেয়। তখন মেয়েটি কান্না করতে করতে বাসায় ফিরে আসে।

এরপর ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মাইনুদ্দিন আমাদের বাসার সামনে এলে মেয়েটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। তখন আমি ও আমার স্ত্রীর কাছে মেয়েটি ঘটনা জানায়। অভিযুক্ত মাইনুদ্দিন অসংলগ্ন কথা বলতে থাকে। তখন তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা