সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই সাড়ে তিন একর এলাকা, কারণ খুঁজতে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১০:০৮| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:২৪
অ- অ+

দীর্ঘ সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন। তবে এরইমধ্যে সাড়ে তিন একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে বলে বন বিভাগ সূত্রে খবর।

শনিবার সকাল সাতটায় সুন্দরবনে অগ্নিকাণ্ড ঘটে। আগুন যাতে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য চারপাশে ফায়ার লাইন কেটে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কি না, তা নিশ্চিত নয়। কারণ মূল এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নতুন করে ধোঁয়া দেখা যাচ্ছে।

এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কীভাবে আগুন লেগেছে এবং এর প্রকৃত কারণ নির্ধারণ করতে কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। এদিকে আগুন লাগার পরপরই দ্রুত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছিল।

এ ব্যাপারে বন বিভাগ জানায়, আগুনের বিস্তার ঠেকাতে আগেই ফায়ার লাইন কাটা হয়েছে। তবে পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে দেরি হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা