চাঁদপুরে ২ পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ১০টায় শহরের আক্কাস আলী রেলওয়ের একাডেমির পাশে খালি প্যাকেটের মধ্যে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।
জানা যায়, শহরের আক্কাস আলী রেলওয়ের একাডেমির পাশের পদ্মা ওয়েল ডিপোর বিপরীত পাশের পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় স্যাম্পনি মোবাইল ফোনের বি-৭০ মডেল ও টেস্টমি ট্যাং-এর খালি প্যাকেটের মধ্যে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মাজহারুল হক তার টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অস্ত্রগুলোর মধ্যে ১৪ ও ১২ ইঞ্চি সাইজের দুটি পাইপগান, ১০টি সিসা কার্তুজ ও ৪টি রাবার বুলেট রয়েছে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

মন্তব্য করুন