ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নেত্রকোনায় কবি-লেখকদের প্রতিবাদ

ফিলিস্তিনের গাজা এবং রাফায় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নেত্রকোনার কবি ও লেখকরা।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া বকুলতলা চত্বরে খালেকদাদ চৌধুরী মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কবি এনামূল হক পলাশ। সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী এবং এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরীয়া চৌধুরী হেলিম।
কবি ও লেখক ননী গোপাল সরকার, আনোয়ার হাসান, স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক মো. আলমগীর, কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু, ছড়াকার মৃণাল কান্তি চক্রবর্তী, কবি আনিসুর রহমান বাবুল, বিপ্লবী ওয়ারকার্স পার্টির সজীব সরকার, কবি শোকরান খান, কবি দেবব্রত দাস, কবি কামাল হোসাইন, কবি হেপি সরকার, কবি ইউসুফ খান, প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী, কবি তানভীয়া আজীম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি বক্তব্য দেন।
সকলের পক্ষে ফিলিস্তিনের শিশুসহ জনসাধারণের প্রতি সংহতি প্রকাশ করে গণমাধ্যমের জন্য বিবৃতি পাঠ করেন কবি এনামুল হক পলাশ।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এজে)

মন্তব্য করুন