পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের আহ্বান ছাত্র শিবিরের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৩৬
অ- অ+

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার রাতে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন ও নিরাপদ রাখা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। পলিটেকনিক শিক্ষার্থীদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত ও যৌক্তিক সমাধান করে শিক্ষার্থীদের পুনরায় অধ্যয়নে মনোনিবেশ করার উদ্যোগ নেওয়া জরুরি।’

শিবির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রায় ৪ লক্ষ শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন করে। এদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে লাগানো সরকারের অন্যতম কর্তব্য। তাই শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গভীর পর্যালোচনা মাধ্যমে সময়োপযোগী ও বাস্তবধর্মী সমাধান নিশ্চিত করে কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা আরও বলেন, ‘বিগত জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ জাতীয় সংকট নিরসনে পলিটেকনিক শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন নিয়ে সংশয় কাটাতে সরকারের দৃঢ় ইচ্ছাই গুরুত্বপূর্ণ: সাইফুল হক
৭ জেলায় নতুন এসপি
পুলিশের শীর্ষ ৫২ কর্মকর্তাকে বদলি
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা