চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা ছাত্রদলের

পহেলা বৈশাখে চারুকলা ইনস্টিটিউটের আনন্দ শোভাযাত্রার জন্য মোটিফ তৈরির সঙ্গে সংশ্লিষ্ট চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নিন্দা জানান।
বিবৃতিতে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ধারণা করা হচ্ছে, পলাতক খুনি হাসিনার মোটিফ বানানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতোদিন যারা নিজেরাই আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করতো, যারা নিজেদেরকে হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো, সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। জ্বালাও পোড়াও আর ধ্বংসের রাজনীতি যাদের মজ্জাগত চরিত্র, তাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আশা করাটাও দুরূহ।
অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের শীর্ষ দুই নেতা অবিলম্বে এঘটনায় দায়ীদের গ্রেপ্তার দাবি করেছেন। একইসঙ্গে তারা চারুকলায় মোটিফ নির্মাণের সঙ্গে জড়িত সকলের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেবি/এমআর)

মন্তব্য করুন