সালথায় কৃষককে হাতুড়ি দিয়ে  পেটালো প্রতিপক্ষ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৭
অ- অ+

ফরিদপুরের সালথায় শত্রুতার জেরে মো. মোশাররফ হোসেন (৪০) নামে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নারাণপুর রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহত কৃষক মোশারফ নারানপুর গ্রামের সাহেদ মাতুব্বরের ছেলে।

মোশাররফের পরিবার জানায়, শত্রুতার জের ধরে বেশ কিছুদিন ধরে মোশারফের ওপর হামলার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষের রফিক মাতুব্বরের সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নারানপুর মোড়ে মোশারফের ওপর অতর্কিতে হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা চালায় রফিকের সমর্থক ৮-১০ জন যুবক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রফিক মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “নারানপুরে এক কৃষকের ওপর হামলার একটি ঘটনা অবগত হয়েছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা