মুরাদনগরে কায়কোবাদের জনসভা রূপ নিল জনসমুদ্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৫, ২০:২২| আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২০:২৭
অ- অ+

কুমিল্লার মুরাদনগরের সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আগমনে জনসমুদ্রে রূপ নিয়েছে মুরাদনগরের আন্দিকোট ইউনিয়ন বিএনপির জনসভা। এক নজর প্রিয় নেতাকে দেখতে সমাবেশ শুরুর আগেই মুরাদনগরের আন্দিকোট হায়দারাবাদ শামসুল হক স্কুল মাঠে জনতার ঢল নামে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশের বাইরে ছিলেন মুরাদনগরের জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তবে এলাকার মানুষের সঙ্গে জনসম্পৃক্ততা ছিল তার।

এদিকে শনিবার (১৯ এপ্রিল) ইউনিয়ন বিএনপির জনসভায় বেলা বাড়ার সাথে সাথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। নারী পুরুষের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য নারী পুরুষ, আলেম-ওলামাসহ সাধারণ জনগণের উপচে পড়া ভিড় ছিল।

এদিন বিকাল ৩টায় মুরাদনগরের আন্দিকোট হায়দারাবাদ শামসুল হক স্কুল মাঠে অনুষ্ঠিত এ জনসমুদ্রে প্রধান অতিথির আসন গ্রহণ করেন পাঁচবারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হাত নেড়ে তিনি সালাম বিনিময়কালে- ‘কায়কোবাদ’ ‘কায়কোবাদ’, ‘দাদাভাই’, ‘দাদা ভাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দিবো। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের (ইটভাটার) আগুনে পোড়াতে চেয়েছিল। আজ সেই ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সঙ্গে তারা (উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীদের উদ্দেশ্য করে) জোট বেঁধেছে। মনে রাখবেন— ‘যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না’।’

নিজ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কায়কোবাদ বলেন, ‘১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি। আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না। আপনারা আমাকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতায় এবং ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সূরা ফাতিহা পড়ি। তাদের কারণে আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন। মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর মো. শাহাজান, শামসুল হকের সহ-ধর্মিণী বেগম জাহানারা হক, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, ফারুক সরকার মজিব, নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান।, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসানসহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা