প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে: ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৫, ২৩:৪০
অ- অ+

নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার করবে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক, নির্বাচন হতেই হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে, সেই কমিটি ইসিতে জমা দেইনি। আমাদের মনে হচ্ছিল যে, সময় ক্ষেপণ হচ্ছে, সেজন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটি জমা দিয়েছি।

তিনি বলেন, নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। গণদাবিতে পরিণত হচ্ছে, যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, আমরা আশা করছি, সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব আরও বলেন, আমরা মনে করি, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে, এজন্য সংস্কার করতে হবে। গত ১৬ বছর যত ধরনের আবর্জনা, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা