মানবতার পক্ষে কাজ করে বিএনপি: আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৬:৪২
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদারের কাছে ৮টি হুইল চেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাসপাতালে হুইল চেয়ার বিতরণের এই কার্যক্রমকে উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম গুলো করে আসছি। সমাজে মানবকল্যাণে মানবিক যে কাজগুলো রয়েছে তা আমরা সবসময় করে যেতে চাই।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক, মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. এ কে এম মাসুদ আকতার, হাসপাতাল বহিঃ বিভাগের সহকারী পরিচালক কে এম জিয়াউর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে, কী হলো তার?
নির্বাচন নিয়ে সংশয় কাটাতে সরকারের দৃঢ় ইচ্ছাই গুরুত্বপূর্ণ: সাইফুল হক
৭ জেলায় নতুন এসপি
পুলিশের শীর্ষ ৫২ কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা