নির্বাচিত সরকার না থাকায় মসজিদের পুনর্নির্মাণের অর্থ সংগ্রহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৭:০০| আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:১৮
অ- অ+

বর্তমানে দেশে অন্তর্বর্তী সরকার রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকার না থাকায় ব্যবসায়ীরা যারা ধর্মীয় প্রতিষ্ঠানের মতো খাতে সাধারণত সহায়তা করে থাকেন, তারা নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন। ফলে মসজিদ পুনর্নির্মাণের অর্থ সংগ্রহ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে মসজিদ পুনর্নির্মাণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মির্জা ফখরুল।

প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হতে যাওয়া ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারী জামে মসজিদটি নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি যখন ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম, তখন ছাত্র হিসেবে এই মসজিদের প্রথম নির্মাণকাজে অংশ নিই। আমরা নিজের হাতে ইট টেনেছি, বস্তা তৈরি করেছি। আজকে সেই মসজিদের পুনর্নির্মাণে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’

দেশের আর্থিক সংকটের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। তবুও আমি আশাবাদী, মানুষের আন্তরিক প্রচেষ্টায় এ কাজ শেষ করা সম্ভব। কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ বা বুদ্ধি দিয়ে—যেভাবে পারেন যেন এই ইবাদতের কাজে অংশ নেন।’

তিনি আরও বলেন, ‘এই কাজ শুধু একটি স্থাপনা নির্মাণ নয়—এটি মানুষের বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে জড়িত।’

মির্জা ফখরুল স্মরণ করেন, ‘তৎকালীন সময়ে মির্জা রুহুল আমিন, মির্জা সাদিকুল ইসলাম ও মাওলানা তুমিজ উদ্দিনসহ অনেকেই এই মসজিদের প্রথম নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তাঁদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।’

উদ্বোধনী আয়োজনে মসজিদের সভাপতি অ্যাডভোকেট মির্জা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী, নির্মাণ কমিটির আহ্বায়ক ডা. আবু খায়রুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোদাসের হোসেন, শিক্ষাবিদ হাফেজ মাওলানা মো. রশিদ আলম আব্দুস সালাম এবং মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা