সাতক্ষীরায় পণ্যবোঝাই ট্রাকের চাপায় কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরায় পণ্যবোঝাই ট্রাকের চাপায় নাঈম হোসেন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙা গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে এবং সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পান এবং রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে আসেন। পরে পড়াশোনার পাশাপাশি তিনি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন নাঈম। পথে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামী একটি পণ্যবোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/২৮এপ্রিল/এসএ)

মন্তব্য করুন