চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ টেস্টের কীট পাওয়ায় দুই ডায়াগনস্টিক মালিকের জরিমানা 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৫, ১৭:৪৩
অ- অ+

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ টেস্টের কীট পাওয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের শহীদ মিনার ও সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সদর হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ টেস্টের কীট পাওয়ায় নিউ মডার্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ কীট ধ্বংস করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার নিক্কেই ফোরামে বক্তব্য দেবেন ড. ইউনূস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বাবার ইন্তেকাল
৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি: শারমীন মুরশিদ
রাঘব-বোয়ালের দুর্নীতির তকমা অধিনস্থদের কাঁধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা