সেন্টমার্টিনে কোস্ট গার্ডের আলোচনা সভা ও ত্রাণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৫, ১০:৩২| আপডেট : ১২ জুন ২০২৫, ১১:৫১
অ- অ+

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ "মনসুর আলী" এর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আলোচনা সভায় স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় জনগণের করণীয়, মাদকের ভয়াবহতা এবং জলাতঙ্ক প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনা সভা শেষে ৬০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের পাশাপাশি বিওপির (২ বিজিবি) সদস্যরাও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৯৩
জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি
চাঁদপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা