নড়াইলে বালুবাহী ট্রলির চাপায় স্বামী-স্ত্রী নিহত

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৫, ১৬:১৪
অ- অ+

নড়াইলে বালুবাহী ট্রলির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালক গুরুতর আহত হন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)।

জানা যায়, জাফর তার স্ত্রীকে নিয়ে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতীর থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ইজিবাইক চালক বাবলু শরীফ গুরুতর আহত হন।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১২জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গার্ডের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষায়: শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সবাই পাস
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চায় অ্যামনেস্টি
যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা খাতে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা