আশুলিয়ায় শিক্ষার্থী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৫, ২০:০১
অ- অ+

ঢাকার আশুলিয়ায় এইচএসসি পরীক্ষার্থী আনন্দ রয় বাসফোর (২০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হৃদয় আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

এদিন বিকালে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিহত আনন্দ রয় বাসফোর জিরানী মান্নান ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৮ জুন রাতে তিনি বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। ওই রাতেই অভিযুক্ত হৃদয় আহমেদ ও তার সহযোগীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে আনন্দের কাছে থাকা একটি আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পরে তাকে হত্যা করে। এরপর আনন্দের মরদেহ আশুলিয়ার কবিরপুর এলাকায় রেডিও সেন্টারের বাউন্ডারির ভেতরে ডোবার পানিতে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় বুধবার ১১ জুন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ চাঞ্চল্যকর ক্লুলেস এই হত্যাকাণ্ডের তদন্তে নামে এবং ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তারসহ হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা