ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, আছেন পারমাণবিক সংস্থার প্রধানও

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৫, ০৯:১৯| আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:২৬
অ- অ+

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আরও নিহত হয়েছেন পারমাণবিক শক্তিবিষয়ক সংস্থার প্রধান ও একজন পরমাণু বিজ্ঞানী।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আজ শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাত চারটার পর রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা করে ইসরায়েল। আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও।

এ হামলায় ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তিবিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি নিহত হন। নিহতের তালিকায় আছেন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচিও। খবর সংবাদ সংস্থা তাসনিমের

হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।

ইসরায়েল বলছে, ইরানে চালানো হামলায় ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু ছিল রাজধানী তেহরান ও এর আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতাহতের মধ্যে শিশুরাও আছে বলে জানিয়েছে রয়টার্স।

হামলার আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় ইসরায়েরলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।

ইরানের স্থানীয় সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, শহরজুড়ে ইসরায়েলি হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরানের স্থানীয় সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, শহরজুড়ে ইসরায়েলি হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৩জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা