ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে আজ ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান।
সভায় ট্যুরিস্ট পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরের ডিআইজি রুহুল আমিন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, বিধান ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান, নীগার সুলতানাসহ অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তারা।
এছাড়াও, দেশের বিভিন্ন রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং জোন ইনচার্জ ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে মতামত দেন ও দিকনির্দেশনা গ্রহণ করেন।
সভায় ট্যুরিস্ট পুলিশ বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন