ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৫, ১৭:১৪
অ- অ+

ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

জেঠা জামাল উদ্দিন জানান, দুপুরে গোসল করার জন্য বাড়ির পুকুরে নামে তারা, জুমাবার হওয়ায় সবাই মসজিদে চলে যায়। মসজিদ থেকে এসে তাদেরকে এদিকসেদিক খোঁজ করে না পেয়ে পরে পুকুরে খোঁজ করলে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দুপুর ২টা ২০ মিনিটে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রান্তিক দুজনকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যু
বিমান বিধ্বস্তে বেশিরভাগের শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে
বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা