চাঁদপুরে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ২২:৪৪
অ- অ+

চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ৪ কেজি গাঁজাসহ মো. মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন মতলব দক্ষিণ উপজেলার করবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. মোমিন মিজিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন।

অপরদিকে একই দিন সদর উপজেলার মাদ্রাসা রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি হাবিবুর রহমান পাটওয়ারী ও ফরহাদ মিজিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন এবং গ্রেপ্তার কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা