আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে: উপদেষ্টা ফরিদা আখতার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ১৮:৪৪
অ- অ+

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সে পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।’

শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা অগ্রগতি এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এর আগে উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, ব্রিডিং কার্যক্রম, মৎস্য মিউজিয়াম ও মুক্তা গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।

ফরিদা আখতার বলেন, ‘স্বাদু পানির মাছের রপ্তানি বাড়াতে কাজ চলছে। কৃষি খাতের মতো মৎস্য খাতের বিদ্যুৎ বিলে ভর্তুকি দিয়ে মাছ চাষিদের দীর্ঘদিনের দাবি পূরণের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘মাছের রোগ প্রতিরোধে ভ্যাকসিন এসেছে। যা যুগান্তকারী অগ্রগতি। ফসলে দেয়া কীটনাশক পানিতে মিশে মাছের ক্ষতি করছে। অবশ্য হাওরে ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহার সীমিত বা নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’

এসময় বক্তব্য দেন মুখ্য বিজ্ঞানশিক্ষক কর্মকতা ড. মো. হারুন অর রশিদ, বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মৎস্য বিজ্ঞান অনুষদ ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, ময়মনসিংহ বিভাগ মৎস্য অধিদপ্তর পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। কর্মশালা সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিচালক ড. অনুরাধা ভদ্র।

(ঢাকা টাইমস/২১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা