কাঁঠাল গাছ থেকে দুই পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৫, ১৩:১৪
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের মগ ডাল থ‌েক‌ে দুই পা বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে ডেকো গার্মেন্টস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহন ( ১৮)। তিনি ওই এলাকার মোস্তফার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি রাতের খাবার খেয়ে বাইরে বের হন। এরপর রাতে আর ঘরে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ভোরে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছে গামছা ও প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার দুই পা বাঁধা ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, মোহন আগে মির সিরামিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। রোজার ঈদের পর একবার মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন। মুক্তির পর থেকে পারিবারিক বিষয়ে প্রায়ই ঝগড়া করতেন।

মোহনের বড় ভাই কাজল বলেন, ঈদের আগে জেল থেকে আসার পর থেকে সে অস্বাভাবিক আচরণ করত। শুক্রবার রাত ৯টার দিকে খেয়ে বাইরে বের হয়। এরপর আর ফিরে আসেনি। ভোরে পাশের বাড়ির ভাবি জানায়, সে গাছে ঝুলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা