কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ২০:৩৪
অ- অ+

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতা অনিকের হামলায় জমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ জুন) বিকালে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহ এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক ছাত্রদলের কয়েকজনের সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিন নামে এক জাসদ কর্মীর উপর হামলা চালায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেড় বছর পূর্বে জমির উদ্দিন অনিকের উপরে হামলা চালিয়ে হাত ভেঙে দেয় বলেও জানা গেছে।

ঘটনাস্থল থেকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ঘটনা শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি, ইতোমধ্যে হামলাকারী পলাতক রয়েছেন। বিস্তারিত পরে জানানো যাবে।

(ঢাকা টাইমস/৩০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটাই হবে: চরমোনাই পীর
সোনারগাঁয়ে 'বালিশ চাপা' দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ 
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা