আড়াইহাজারে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ১৬:২৯| আপডেট : ২৯ জুন ২০২৫, ১৬:৩০
অ- অ+

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. তরিকুল হোসেন (২৫) ও মো. সুজন ওরফে সজিব (২৯)।

শুক্রবার বিকালে আড়াইহাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনুমানিক বিকাল ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আড়াইহাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে রূপগঞ্জ উপজেলার ছোনাপ এলাকার মো. তরিকুল হোসেন (২৫) ও মুড়াপাড়া এলাকার মো. সুজন ওরফে সজিব (২৯) গ্রেপ্তার হন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. সুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তার নামে রূপগঞ্জ থানায় দুটি মামলার তথ্য পাওয়া গেছে—একটি ২০১১ সালে এবং অপরটি ২০১২ সালে দায়ের করা হয়, যার মধ্যে একটি মামলায় তিনি পূর্বে গ্রেপ্তারও হয়েছিলেন।

র‌্যাব আরও জানায়, এই দুজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা দীর্ঘদিন ধরে আড়াইহাজারসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি চালিয়ে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা