ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ২০:২৪
অ- অ+

পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবারর রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান- ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের পদক্ষেপ কী?

জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। এটি এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে বিষয়টি স্পষ্ট হবে।’

২০১৮ সালে সাকিব আল হাসানকে রাষ্ট্রের দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। সেই হিসেবে এক চুক্তিতে একটি তথ্যচিত্রে কাজ করেন তিনি। দুদকের হটলাইন নম্বর ১০৬ উদ্বোধন উপলক্ষে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছিল।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২২ সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দেয় দুদক।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা