ডিবির অভিযানে গুলিবর্ষণকারী শীর্ষ সন্ত্রাসী বাপ্পির বাসায় মিলল আরও দুটি বিদেশি পিস্তল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ২১:৩০| আপডেট : ৩০ জুন ২০২৫, ২২:০১
অ- অ+

রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গুলিবর্ষণের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পির সাভারের বাসায় অভিযান চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৬৭ রাউন্ড গুলি ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে সাভারের রেডিও কলোনী এলাকায় সন্ত্রাসী বাপ্পির ভাড়া বাসা থেকে এসব উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

একইদিন রাতে যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিবি পুলিশের অভিযানে গুলিবর্ষণ পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী এদিন বিকালে তার সাভারের রেডিও কলোনির বাসায় অভিযান চালানো হয়। এসময় দুটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১৮ জুন রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামে একজনকে আটক করা হয়। এরপর ১৯ জুন রাত সোয়া ১২টার দিকে মাদকসহ আটক আবদুর রহমানের দেওয়া তথ্যে পল্টন থেকে আসা একটি প্রাইভেটকার থামাতে নির্দেশনা দেন ডিবি সদস্যরা। এরপর প্রাইভেটকারে থাকা মাদক কারবারি ও সন্ত্রাসীদের তল্লাশি ও গ্রেপ্তারকালে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। এরপর তাকে গ্রেফতার করতে ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে

গত শনিবার রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে বাপ্পিসহ তার দলের তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় বাপ্পির দেহ তল্লাশিতে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিভর্তি ম্যাগাজিন ও তার স্বীকারোক্তিতে রাজধানীর ডেমরার একটি আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরও দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪৪ রাউন্ড গুলি।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা