ঢাবির সুফিয়া কামাল হলে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রদল নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১৪:১৪| আপডেট : ৩০ জুন ২০২৫, ১৪:৪৪
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে নবাগত নারী শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (৩০ জুন) সকালে আয়োজিত এই বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানা। হলের মূল ফটকে তারা নবাগত ছাত্রীদের স্বাগত জানান ও উপহার সামগ্রী তুলে দেন।

নবীন শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শিক্ষাজীবনের প্রারম্ভেই এমন আন্তরিকতা তাদের অনুপ্রাণিত করেছে বলেও মন্তব্য করেন।

এ সময় উপস্থিত নেত্রীরা নবাগতদের বিশ্ববিদ্যালয়জীবনে যে কোনো প্রয়োজন ও সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং একটি সহনশীল, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি ছাত্রদলের পক্ষ থেকে একটি মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

(ঢাকাটাইমস/৩০জুন/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা