বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ক্ষেপেছেন মিষ্টি জান্নাত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১৯:০৭
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার ও সিনেমা সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলতে দেখা যায়। এমনকি ব্যক্তিগত বিষয়েও খোলামেলা কথা বলে থাকেন তিনি। এসব নিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা নিজেকে নিয়ে ভুয়া সংবাদ প্রকাশের জেরে বেশ চটেছেন।

সম্প্রতি একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা আছে, ‘খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত।আর এমন বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রকাশেই ক্ষেপেছেন এই নায়িকা।

মিষ্টি জান্নাত বলেন, বেশ কয়েকদিন ধরেই দেখেছি কয়েকটি পেইজ থেকে আমার নামে মিথ্যা ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। সবশেষ একটি পেইজে দেখলাম, আমি নাকি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি। এমন মিথ্যা সংবাদের পর থেকে আমাকে সবাই কল দিচ্ছে। নানাভাবে বিব্রত হচ্ছি আমি। যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমি যখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠি তখন অনেকেই ছবি ভিডিও করছিল। আর সেই ভিডিও দিয়েই বাজে ক্যাপশন দিয়ে মনগড়া কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পোস্টে কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালেলাভ স্টেশনসিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।

(ঢাকাটাইমস/৩০জুন/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা