ইরানের মিসাইলগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৫, ০৮:২২| আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৪৯
অ- অ+

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এ কথা লেখেন।

শুক্রবার (২০ জুন) এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

শুক্রবার দিনের শুরুতে (বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে ভিডিওটি শেয়ার করেন ইরানের সর্বোচ্চ নেতা। ক্যাপশনে লেখেন: মিসাইলস দ্যাট ডিলাইটেড দ্য নোবল অব দ্য ওয়ার্ল্ড

ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকের ওপর চালানো সহিংসতা, ফিলিস্তিনিদের আহাজারি, সন্তানের মরদেহে মায়ের কান্না, গুঁড়িয়ে দেওয়া গাজার চিত্র দেখা দেখা যায়।

ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে ভিডিওতে এরপর দেখানো হয়, ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আর তাতে মানুষের উল্লাস। সেসব ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ধ্বংসযজ্ঞের চিত্রও দেখা যায় ভিডিওতে।

খামেনির এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিও এমন এক সময়ে প্রকাশ পেল, যখন ইসরায়েল-ইরান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় ইরানের প্রতি হুমকি মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উত্তেজনা ছড়াচ্ছে। একই সঙ্গে রাশিয়া-চীনসহ বিভিন্ন দেশ এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে না জড়ানোর জন্য সতর্ক করছে।

ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ইসরায়েলে ইরানের মিসাইল হামলা ভিডিও প্রকাশ করে মানুষ উল।লাস করছে। জর্ডান নদীর ওপারে ইসরায়েলে মিসাইলের ঝাঁক নেমে আসার দৃশ্য দেখে ও বিস্ফোরণের পর এপারে মানুষকে আনন্দ প্রকাশ করতে দেখা যায় অনেক ভিডিওতে।

(ঢাকাটাইমস/২০জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা