পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৫, ২০:৪০
অ- অ+

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আবহের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

আজ সোমবার (২৩ ‍জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।

এর আগে গতকাল রোববার ইসলামাবাদ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানায়। এই হামলাকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন বলে অভিহিত করে প্রতিবেশী দেশটি।

জানা গেছে, হামলার ঘটনায় শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ইরানের সঙ্গে পাকিস্তানের সংহতি প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ইরান-ইসরায়েল সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের জন্য ১৫ দিনের সময় দিয়েছিলেন। এই সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন তার দেশের পদক্ষেপে নিয়ে। কিন্তু দুই দিন না যেতেই রোববার ভোররাতে অকস্মাৎ ইরানের তিনটি প্রধান পারমাণিবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ট্রাম্প তার দেশকে ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ায়।

ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের এই সক্রিয়ভাবে যোগ দেওয়াকে পাকিস্তান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বর্বরতা বলে অভিহিত করে। তারা এই হামলার কঠোর নিন্দাও জানায়।

অবশ্য হামলার আগে শনিবার পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে শান্তির দূত এবং তার অসাধারণ রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করেছিল।

(ঢাকাটাইমস/২৩জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিডনি ও ডায়াবেটিস রোগের প্রাকৃতিক প্রতিরোধক ভেষজ করমচা, ওজনও কমায় দ্রুত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির
গোপালগঞ্জে সহিংসতায় চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা