তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।
মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ.বি সিদ্দিক ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, গত বছরের ৪ আগস্ট মো. জব্বার (২১) নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাতে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম পুলিশ। গত ২৭ মার্চ মামলাটি দায়ের করা হয়। এজাহারে অভিযোগ আনা হয়েছে, হত্যাচেষ্টায় তুরিন আফরোজের সম্পৃক্ততা ছিল।
এছাড়া গ্রেপ্তারের সময় তুরিনের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৮মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন