ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ০০:১১
অ- অ+

ধর্ষণ মামলায় কেরানীগঞ্জ কারাগারে আটক থাকা সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে মামলার বাদীকে বিয়ের অনুমতি দিয়েছেন আদালত। রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে কারাগারেই এ বিয়ে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের আইনজীবী এ সংক্রান্ত একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, “ভুল বোঝাবুঝির” কারণে মামলাটি দায়ের হয়েছিল এবং উভয়পক্ষই এখন বিবাহবন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। সে কারণে আসামি ও বাদীর মধ্যে জেলহাজতেই বিয়ের অনুমতি চাওয়া হয়।

শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন এবং কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর আগে, গত ১৯ মে গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে গায়ক নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল এক শিক্ষার্থীকে স্টুডিও দেখানোর কথা বলে নিজ বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগপত্রে আরও বলা হয়, নোবেল ও তার অজ্ঞাত সহযোগীরা ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরবর্তীতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পারে এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে। এরপরই থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং নোবেল কারাগারে আটক রয়েছেন। তবে আদালতের নির্দেশে এখন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সহিংসতায় চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র
গাজায় ইসরায়েলি হামলায় ১১৬ ফিলিস্তিনি নিহত, অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা