উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই, নগদ অর্থ-গাড়িসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ১১:৩৫| আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:২৬
অ- অ+

রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি ৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ডিএমপির উত্তরা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গতকাল বুধবার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম বিস্তারিত জানাবেন।

এর আগে গত ১৪ জুন সকাল ৯টার দিকে ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহার করেছে কালো রঙের মাইক্রোবাস। এসময় তারা সবাই র‌্যাবের কালো জ্যাকেট পরিহিত ছিল এবং পেছনে ‘র‌্যাব’ লেখা ছিল।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাস প্রথমে তাদের গতিরোধ করে। এর মধ্যে কয়েক ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেয়। এসময় টাকার ব্যাগ নিয়ে একজন দৌড়ে পালাতে গেলে তাকে ধাওয়া দিয়ে ধরে কালো মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে দুর্বৃত্তরা নগদ প্রতিনিধিদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ এক কোটি ৯ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা